ePaper

সিরাজগঞ্জের রায়গঞ্জে শ্যামনাই স্কুল মাঠে জলাবদ্ধতায় শিক্ষার্থীদের দুর্ভোগ

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জে শ্যামনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। বর্ষার শুরু থেকে পুরো মৌসুমের বেশিরভাগ সময় মাঠে পানি জমে থাকায় বিদ্যালয়ের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচি কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টির দুইপাশে আঞ্চলিক সড়ক ও উঁচু বসতবাড়ি। তবে স্কুল মাঠ নিচু থাকায় বৃষ্টির পানি জমে থাকে। আর পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় এ দুর্ভোগের সৃষ্টি হয়। দ্বি-তল ভবন বিশিষ্ঠ বিদ্যালয়ের মাঠ এখনও পানিতে নিমজ্জিত হয়ে আছে। নিচতলায় শিশু ও তৃতীয় শ্রেণির ক্লাস বন্ধ হয়েছে প্রায় ২ মাস হলো। এদিকে যাতায়াতের পথ পানিতে তলিয়ে যাওয়ায় প্রায়ই পানিতে পড়ে ভিজে যায় শিশু শিক্ষার্থীরা। ফলে স্কুলে আসতে চায়না তারা। এদিকে দীর্ঘদিন মাঠে জলাবদ্ধতায় মশার উপদ্রব বেড়ে যাচ্ছে। পানিবাহিত রোগসহ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা খাতুন বলেন, বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় বর্ষা মৌসুমে অধিকাংশ সময় এখানে পানি জমে থাকে। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা যাওয়ায় অনেক কষ্ট হয়। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেল্লাল হোসেন বলেন, শ্যামনাই স্কুলের জলাবদ্ধতার বিষয়ে অবগত আছি। মাঠ সংস্কারে অধিদপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *