ePaper

সিদ্ধিরগঞ্জে পরকিয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকিয়ার সূত্র ধরে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছেন ইতি আক্তার (২৫) নামে এক গৃহবধূ। শুক্রবার দিবাগত রাত ১১টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বিল্লাল হোসেন (৩২) কে আটক করেছে পুলিশ। নিহত গৃহবধু ইতি আক্তার ঢাকা জেলার নবাবগঞ্জ থানার দড়িকান্দি এলাকার মৃত মানিক গাজীর মেয়ে এবং অভিযুক্ত বিল্লাল হোসেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া ক্যানেলপাড় এলাকার ইব্রাহিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল কাদিরের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হঠাৎ তাদের বসতঘর থেকে চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। পরে প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে দেখতে পান গৃহবধূ ইতি আক্তার ফ্লোরে পড়ে আছেন এবং পাশেই স্বামী বিল্লাল হোসেন বসে রয়েছেন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় গতকাল শনিবার সকালে নিহতের বড় বোন বিথী আক্তার (৩০) বাদী হয়ে তার ভগ্নিপতি বিল্লাল হোসেনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহতের বড় বোন বিথী আক্তার জানান, ৯ বছর পূর্বে আমার বোন ইতি আক্তারের সাথে বিল্লাল হোসেনের বিবাহ হয়। আমার বোনের সংসারে ৭ বছর বয়সী একজন কন্যা সন্তান রয়েছে। বিবাহের পর হতে আমার ভগ্নিপতি বিভিন্ন সময়ে আমার বোনকে শারিরীক ও মানসিকভাবে অত্যাচার-নির্যাতন করে আসছিল। শারিরীকভাবে অত্যাচার-নির্যাতন করায় আলামিন নামে এক ব্যক্তির সাথে আমার বোন ইতি আক্তার পরকিয়া সম্পর্কে আসক্ত হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে আমার বোনের সাথে আমার ভগ্নিপতির পারিবারিক কলহ সৃষ্টি হয়। তারই সূত্র ধরে শুক্রবার রাত ১১ টায় ঝগড়া ও কলহের একপর্যায়ে তাহার হাতে থাকা রুটি বানানোর বেলুন দিয়ে আমার বোনের মাথায় সজোরে বারি মারিলে আমার বোনের মাথা ফাটিয়া প্রচুর রক্তক্ষরণ হয় এবং রাত সাড়ে ১১ টায় আমার বোন মৃত্যুবরণ করে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড হয়েছে। নিহত নারী তার স্বামী বিল্লাল হোসেন ও ৭ বছরের একটি সন্তান রেখে পরকিয়ায় জড়িয়ে পড়েন এবং আরেকটি বিয়ে করেছিলেন। ইতি আক্তার তার দ্বিতীয় স্বামীর সঙ্গে দুই মাস সংসার করে দুইদিন আগে আবারো বিল্লালের ঘরে ফিরে আসেন। শুক্রবার মোবাইল ফোনে কথা বলা নিয়ে উভয়ের মাঝে ঝগড়া হলে স্বামী বিল্লাল হোসেন রুটি তৈরির বেলুন দিয়ে মাথায় আঘাত করলে ইতি আক্তারের মৃত্যু হয়। তিনি আরো জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্যে নারায়ণগঞ্জ (ভিক্টরিয়া) জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *