সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থাতা কামনায় জাসাস কদমতলী থানার আয়োজনে দোয়া মাহফিল ও কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪ টায় রাজধানীর কদমতলী থানাধীন দনিয়া স্টুডিও থিয়েটার হলে এ আয়োজন সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান । এছাড়াও উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন,যুগ্ম আহবায়ক জাবেদ আহমেদ কিসলুসহ জাসাস নেতা-কর্মীরাকদমতলী থানা জাসাস, এর আহবায়ক ওবায়দুল হক চঞ্চলেরসভাপতিত্বে অনুষ্ঠানে চিত্রনায়ক হেলাল খান তার বক্তব্যে বলেন, সংগঠনের শক্তিই হল ঐক্য। তাই আগামীর আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি তৃণমূলের নেতৃত্বকে সুসংগঠিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা সংগঠনের অগ্রগতির প্রশংসা করেন। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

