সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলায় হেফজুল কুরআন প্রতিযোগিতা দ্বিতীয় হলেন শ্যামনগর খাঁনপুর মদিনাতুল উলুম ইন্টারন্যাশানাল হেফজ মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ সোলাইমান হোসেন। শ্যামনগর কওমী উলামা ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামনগর থানা মসজিদে এই প্রথম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার সারাদিন ব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপমহাদেশের প্রখ্যাত হাফেজে মুফতি মাওলানা আব্দুস সাদেক। বিশেষ অতিথি ছিলেন, পীরে কামেল মাওলানা অজিউর রহমান সহ শত শত উলামায়ে কেরাম গন। সভাপতিত্বে করেন, মাওলানা শহিদুজ্জান কাসেমী, সভাপতি শ্যামনগর কওমী উলামা ফাউন্ডেশন, বিশেষ আলোচকের পৃষ্ঠাপোষক, শ্যামনগর খাঁনপুর মদিনাতুল উলুম ইন্টারন্যাশনাল হেফজ মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. সিদ্দিকুল ইসলাম বকুল, শ্যামনগর মদিনাতুল উলুম ইন্টারন্যাশনাল হেফজ মাদ্রাসা পরিচালক সাতক্ষীরা জেলার হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সর্বো”চ প্রশিক্ষণ প্রাপ্ত হাফেজ মাওলানা আবু সাঈদের মাত্র ৫ মাসের প্রচেষ্টায় এই প্রথম উক্ত মাদ্রাসার সফলতা। কুরআন হেফজ ভিত্তিক ৫ম, পারা গ্রুপে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় সাতক্ষীরা জেলার ১ হাজার হাফেজদের মধ্য পুরস্কার প্রদানের জন্য ১০ জনকে নিবাচিত করা হয়। উক্ত প্রতিযোগিতায় পুরস্কার বিতরন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
