সাহেদ চৌধুরী, ফেনী
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভা ছাগলনাইয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কে.এম আজাদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ভূঁইয়া এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এস এম কামাল উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সত্য, ন্যায় ও ইনসাফ ভিত্তিক, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার ৫৪ বছরেও দেশ দুর্নীতিমুক্ত হয়নি, চাঁদাবাজ মুক্ত হয়নি, সন্ত্রাসমুক্ত হয়নি। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারলে দেশকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ ঘোষণা করা হবে। সেজন্য আপনাদের সহযোগিতায় কামনা করছি। সকল নাগরিকের জন্য আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। ধর্মা-বর্ণ গোষ্ঠী নির্বিশেষে প্রত্যেক নাগরিক যেন তার অধিকার ভোগ করতে পারে, এটা নিশ্চিত করতে চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ৩১ টি রাজনৈতিক দলের মধ্যে ২৭ টি রাজনৈতিক দল পিআর পদ্ধতির পক্ষে মত প্রকাশ করেছেন। পিআর পদ্ধতির বাস্তবায়িত হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। ফ্যাসিবাদের আগ্রাসন বন্ধ হবে। জনগণের ভোটের মূল্যায়ন হবে। এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনীর জেলা জামাতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর কৃষি ও অর্থনীতি বিষয়ক সম্পাদক, ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত পদপ্রার্থী মুজিবুর রহমান, জেলা জামাতে ইসলামীর শুরা সদস্য, জামায়াতে ইসলামী মনোনীত পৌর মেয়র পদপ্রার্থী পেয়ার আহমেদ মজুমদার, ছাগলনাইয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আব্দুল হান্নান, মতবিনিময় সবার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে স্বরূপ শিল্প গোষ্ঠীর সদস্য আব্দুল্লাহ সালমান।
