মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই স্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল সোমবার সকাল ১০টা থেকে সরাইল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রসাশন ও উপজেলা মৎস দপ্তর এর আয়োজনে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন। সভাপতিত্বে করেন, উপজেলা মৎস কর্মকর্তা মো. ছায়েদুর রহমান। উপজেলা কূষি কর্মকর্তা মো. একরাম হোসেন। সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী। উপজেলা বিএনপি সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর। সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার। সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী। সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন। উপজেলা সমাজ সেবা অফিসার মো. পারভেজ আহমেদ। সুকের পরিচালক মো. মুমিন মিয়া। উপজেলা মৎস অফিসের মো. মনিরুল ইসলাম। বিএনপি নেতা মো.নাজমুল হোসেন খন্দকার(মুন্না) এসময় অনুষ্ঠানের সঞ্চলনায় করেন উপজেলা মৎস অফিসের মো. জসিম উদ্দিন। এসময় উপস্থিত বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক খাতে মৎস চাষীদের ভূমিকা অপরিহার্য এবং মানুষের পুষ্টির চাহিদা মেটাতে মৎস চাষের বিকল্প নেই। মাছ চাষে জীবিকা নির্বাহ সহ দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে মৎস চাষীরা। তাই ভবিষ্যতে চাষীদের পাশে থাকার আশ্বাস দেন সবাই। পরে জাতীয় ও মিশ্র মাছ সহ বিভিন্ন প্রজাতের মাছ চাষে সফল হওয়ায় তিন জন মৎস চাষীকে ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা শেষে র্যালী ও পোনামাছ অবমুক্ত করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস চাষী, নার্সারী ও খামারীরা এসময় উপস্থিত ছিলেন।
