ePaper

সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে যা বললেন লিটন

স্পোর্টস ডেস্ক

নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপ। টুর্নামেন্টে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি বাংলাদেশ। টাইগারদের সামনে এখন আরেকটি সিরিজ। দলীয় ব্যর্থতা আর নিজের চোট মিলিয়ে স্বস্তিতে নেই লিটন কুমার দাস। এশিয়া কাপের ফাইনাল খেলতে না পারায় দলের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন তিনি। এছাড়া সমর্থকদের শিগগিরই প্রতিদান দেওয়ার প্রত্যয় শোনালেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এবারের এশিয়া কাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ । গ্রুপ পর্বের চ্যালেঞ্জ উতরে সুপার ফোর পর্বে ওঠার পর ফাইনালে খেলার দারুণ সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু অলিখিত সেমিফাইনালে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের পরও দল হেরে যায় ব্যাটিং ব্যর্থতায়। এতে আরও একটি বড় টুর্নামেন্ট হতাশা নিয়েই শেষ করে বাংলাদেশ। এশিয়া কাপ থেকে বিদায়ের পাঁচ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের জন্য বার্তা দিয়েছেন লিটন। তিনি বলেন, ‘২০২৫ এশিয়া কাপে দল হিসেবে আমরা আমাদের সেরাটা দিয়েছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে খেলা ও জেতা, তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা তা অর্জন করতে পারিনি। বাংলাদেশের অনুরাগী সব সমর্থকের কাছে দল হিসেবে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’বাংলাদেশর পরাজয়ের অনেক কারণের একটি ছিল লিটনের খেলতে না পারা। বিশেষ করে সুপার ফোর পর্বে সাইড স্ট্রেইনের কারণে টানা দুই দিনে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। তার জায়গায় দলকে নেতৃত্ব দেন জাকের আলি। দুই ম্যাচেই লিটনের নেতৃত্ব, কিপিং ও ব্যাটিংয়ের ঘাটতি প্রকটভাবেই ফুটে উঠেছিল।

চোটের কারণে আফগানদের বিপক্ষে সামনের টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না লিটন। সব মিলিয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে, চোটের কারণে শেষ দুই ম্যাচ খেলতে না পারা ছিল হৃদয় ভেঙে যাওয়ার মতো। একই কারণে সামনের আফগানিস্তান সিরিজেও খেলতে পারব না আমি। সেরে ওঠার সর্বোচ্চ চেষ্টা করেছি, তবে পারিনি। এই বেদনা আমাকে লম্বা সময় পোড়াবে।’ হতাশার পাশাপাশি আশাবাদও ব্যক্ত করেছেন লিটন। তিনি বলেন, ‘টুর্নামেন্টজুড়ে উপচেপড়া সমর্থনের জন্য আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। ক্রীড়াবিদ হিসেবে আমরা আপ্লুত যে, বিশ্বের সেরা সমর্থক আমাদের। আশা করি, আপনাদের যা প্রাপ্য, খুব দ্রুতই তা উপহার দিতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *