রবিউল করিম,ধামরাই
ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর হাট ও বাজার বনিক সমিতির উদ্যোগে খেলাধুলায় বাড়াই বল মাদক ছেড়ে মাঠে চলমননশীল সমাজ ও খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি এই প্রতিপাদ্য কে সামনে রেখে শ্রীরামপুর খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় আনুষ্ঠানিক ভাবে এই ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন সুতিপারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন। শ্রীরামপুর হাট বাজার বণিক সমিতির সভাপতি আলিমুর রহমান লিটন সভাপতিত্বে ধামরাই স্বেচ্ছাসেবক দলের নেতা ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জেলা যুব দলের অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন,সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,সুতিপাড়া ইউনিয়ন বিএনপি কোষাধ্যক্ষ আবুল কাশেম রতন,ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, যুব দলের নেতা রুবেল হোসেন, ইউনিয়ন যুবদল নেতা রেজাউল করিম রিংকু সহ প্রমুখ। খেলায় অংশ গ্রহণ করে লাল দল বনাম সাদা দল। খেলাটি গ্যালারি ভর্তি দর্শক উপভোগ করছিল।
