কাদের(গাজীপুর) শ্রীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একাধিক মামলায় অভিযুক্ত ৪০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শ্রীপুর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছে, হত্যা মামলার ২ জন, মাদক মামলার ৩ জন, বন মামলার ১১ জন, ১৫১ ধারায় রিসোর্ট মামলার ১৫ জন, রাজনৈতিক মামলার ২ জন, মানবপাচারের ৪ জন এবং আধার সেকশনের ২ জন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, “হত্যা, মাদক, মানবপাচার, বন মামলা, রিসোর্টে অনৈতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ৪০ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে শ্রীপুর থানা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।”
