ePaper

শেষ মুহূর্তে নাটকীয় জয়ে শিরোপা লড়াইয়ে টিকে রইলো রিয়াল

স্পোর্টস ডেস্ক

ম্যাচে তখন শেষ বাঁশি বাজার অপেক্ষা। ইনজুরি টাইম চলছে। পয়েন্ট হারানোর শঙ্কায় রিয়াল মাদ্রিদ। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে তো শেষ মিনিট পর্যন্ত শেষ বলা যায় না। ঘরের মাঠে আরও একবার শেষ মূহুর্তে ঝলক দেখালো রিয়াল।

রোববার রাতে লা লিগার উত্তেজনাপূর্ণ ম্যাচে ফেদেরিকো ভালভার্দের ৯৩তম মিনিটে এক দুর্দান্ত ভলিতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলের জয় ছিনিয়ে নিয়েছে নিয়েছে রিয়াল। এই জয়ে শিরোপা দৌড়ে টিকে রইলো কার্লো আনচেলত্তির দল।

পুরো ম্যাচজুড়ে রিয়াল বল দখলে রাখলেও, অ্যাথলেটিক বিলবাও তাদের রোটেটেড দল নিয়েও দুর্দান্ত প্রতিরক্ষা প্রদর্শন করে। ম্যাচের ৭৯তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র একটি গোল করলেও ভিএআর সিদ্ধান্তে দেখা যায়, গোলের আগে এন্ড্রিক অফসাইডে ছিলেন, ফলে গোলটি বাতিল হয়ে যায়।

রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম দ্বিতীয়ার্ধে হেডে একটি দারুণ সুযোগ তৈরি করেন, কিন্তু অ্যাথলেটিক গোলরক্ষক উনাই সিমন অসাধারণ দক্ষতায় সেটি ঠেকিয়ে দেন।

শেষ পর্যন্ত ডেডলক ভাঙেন ফেদেরিকো ভালভার্দে। প্রতিপক্ষের একটি দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে দুর্দান্ত ভলিতে বল জালে পাঠান তিনি।

চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে মাঝসপ্তাহের হতাশাজনক বিদায়ের পর এই জয় রিয়ালকে কিছুটা স্বস্তি দিয়েছে। এই জয়ের ফলে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৯, যা দ্বিতীয়স্থানে থাকা বার্সেলোনার থেকে মাত্র ৪ পয়েন্ট কম। অন্যদিকে, অ্যাথলেটিক বিলবাও ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *