ePaper

শিবির সভাপতির ‘তালাবা’ নেতাদের সঙ্গে সাক্ষাৎ বিশ্বাসঘাতকতা : নাছির

নিজস্ব প্রতিবেদক

১৯৭১ সালের গণহত্যায় জড়িত পাকিস্তানি সংগঠন ইসলামী জামিয়াত-ই-তালাবার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ছাত্রশিবির— এমন অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার (২৩ জুন) রাজধানীর তিতুমীর কলেজে ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

নাছির উদ্দীন বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যায় নেতৃত্ব দেওয়া যে ছাত্রসংগঠন পাকিস্তানে এখনো সক্রিয়, তাদেরই নেতাদের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছে শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। আসলে তারা এখনো তাদের প্রিয় অভিভাবককে ভুলতে পারেনি। এটা শুধু রাজনৈতিক নয়, জাতীয় স্বার্থেরও পরিপন্থী।

তিনি বলেন, যারা আমাদের ভাইদের হত্যা করেছে, বোনদের ধর্ষণ করেছে— সেই সংগঠনের উত্তরসূরীদের সঙ্গে শিবিরের নেতারা গোপনে বসেন, বৈঠক করেন, অথচ এ নিয়ে দেশে একটি কথাও কেউ বলেন না। পাকিস্তানের তালাবা সংগঠনের ফেসবুক পোস্ট না হলে হয়তো এই বিশ্বাসঘাতকতা কেউ জানত না।

ছাত্রদলের এই নেতা আরও বলেন, তালাবা পাকিস্তান নিজেরাই বলছে তারা শিবিরের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে মিশন বাস্তবায়ন করবে। বাংলাদেশের শিক্ষার্থীদের বিভ্রান্ত করার এই মিশন কিসের? ছাত্রশিবিরকে সেটা জাতির সামনে স্পষ্ট করতে হবে। ১৯৭১ সালের ঘাতকদের উত্তরসূরীদের সঙ্গে গোপন বৈঠকের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে তাদের।

উল্লেখ্য, তালাবা পাকিস্তানের ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে জানানো হয়, সম্প্রতি ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম দেশটির রাজধানী ইসলামাবাদে গিয়ে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হাসিম বিল্লাহ হাসমি ও সাধারণ সম্পাদক ওয়াসিম হায়দারের সঙ্গে সাক্ষাৎ করেন। যার পরিপ্রেক্ষিতে ছাত্রদলের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *