স্পোর্টস ডেস্ক
একটা পুরো মৌসুম হানিমুন কাটিয়েছেন লিভারপুলের ডাচ কোচ আর্নে স্লট। জার্গেন ক্লপের রেখে যাওয়া দলটাকে অপ্রতিরোধ্য বানিয়ে গত মৌসুমের অল রেডসদের লিগ শিরোপা জিতেছেন। কিন্তু দ্বিতীয় মৌসুমে নিজের হাতে ‘সংসার’ গড়তে গিয়ে বুঝলেন কাজটা সহজ নয়।
প্রিমিয়ার লিগে এরই মধ্যে লিভারপুল ৯ ম্যাচের চারটিতে হেরে পয়েন্ট টেবিলে সাতে নেমে গেছে। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে সাত পয়েন্টে পিছিয়ে তারা। চ্যাম্পিয়ন্স লিগের তিন ম্যাচেও হেরেছে একটি। বুধবার রাতে লিগ কাপে ক্রিস্টাল প্যালেসের কাছে ঘরের মাঠ অ্যানফিল্ডে ৩-০ গোলে হেরেছে স্লটের দল লিভারপুল। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে।
ম্যাচের প্রথমার্ধে ইসমাইল সার জোড়া গোল করে প্যালেসকে এগিয়ে নেন। ৪১ ও ৪৫ মিনিটে জালে বল পাঠান তিনি। দ্বিতীয়ার্ধে রেডসরা গোল তো শোধ করতে পারেনি, বরং ৮৮ মিনিটে জেরেমি পিনোর গোলে বড় হারে বিদায় নিয়েছে লিভারপুল। শেষ ষোলোয় শেষ হয়েছে টটেনহ্যামেরও টুর্নামেন্ট। নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেছে তারা। তবে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল এবং চেলসি চলে গেছে কোয়ার্টার ফাইনালে। সোয়ানসি সিটির বিপক্ষে আর্লিং হালান্ডকে ছাড়া ৩-১ গোলে জিতেছে সিটিজেনরা। ১২ মিনিটে পেপ গার্দিওলার দল প্রথম গোল খায়। জেরেমি ডকু ৩৯ মিনিটে ওই গোল শোধ করেন। ৭৭ মিনিটে ওমর মারমোউশ সিটিজেনদের ২-১ গোলে এগিয়ে নেন। শেষ সময়ে গোল করেন রায়ান সের্কি।
চেলসি ৪-৩ গোলে হারিয়েছে উলভসকে। ম্যাচে চেলসি ৩-০ গোলে লিড নেওয়ার পর দুর্দান্ত কামব্যাক করে উলভস। ব্লুজদের হয়ে ৫ মিনিটে ব্রাজিলের মিডফিল্ডার আন্দ্রে সান্তোস গোল করেন। ১৫ মিনিটে ব্যবধান ২-০ করেন জর্জ। ৪১ মিনিটে তৃতীয় গোলটি করেন এস্তেভাও উইলিয়াম। দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল শোধ করে উলভস। ৭৩ মিনিটে ব্যবধান ৩-২ করে স্বাগতিক দলটি। ৮৯ মিনিটে চেলসি ৪-২ গোলে এগিয়ে ম্যাচ জয় নিশ্চিত করে ফেলে। তবে যোগ করা সময়ে আরেকটি গোল শোধ করে উলভস। আর্সেনাল নাওয়ানেরি ও বুকোয়াকা সাকার গোলে ২-০ গোলে ব্রাইটনকে হারিয়েছে।
