ePaper

লক্ষ্মীপুরে খালে বাঁধ অপসারণ কমবে জলাবদ্ধতা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলায় জলাবদ্ধতা নিরসনে খাল থেকে অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে দালালবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সাধু মাঝির খালে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদ আলম রানা। স্থানীয়রা জানিয়েছেন, বাঁধ সরানোয় তারা কিছুটা স্বস্তি পাচ্ছেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খালে মাছ চাষের জন্য স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বাঁধ দিয়েছিলেন। এতে বর্ষায় পানি চলাচলে বাধা সৃষ্টি হয় এবং সৃষ্টি হয় জলাবদ্ধতা। অভিযানে বাঁধ, জাল ও অবকাঠামো সরিয়ে ফেলা হয়। সংশ্লিষ্টদের সতর্কও করেছে প্রশাসন। ইউএনও জামশেদ আলম রানা জানান, জেলা প্রশাসনের নির্দেশে এ অভিযান চলছে। তিনি বলেন, বর্ষার আগেই খাল ও নদী প্রবাহ স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছর অতিবৃষ্টিতে জলাবদ্ধ হয়ে লক্ষ্মীপুরে লাখো মানুষ পানিবন্দি ছিল। সেই অভিজ্ঞতা থেকে এবার আগেই ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *