ePaper

রুহিয়াতে বিষাক্ত সাপের কামড়ে দুই সন্তানের জননীর মৃত্যু

এম.এ আজিজ (রুহিয়া), ঠাকুরগাঁও

 ২১নং ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের বিষাক্ত সাপের কামড়ে রঞ্জনা রানী (২২) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত রঞ্জনা রানী ওই এলাকার সঞ্জয় বর্মনের স্ত্রী এবং দুই সন্তানের জননী। তাদের বড় সন্তান কন্যা এবং ছোটটি মাত্র ১ মাস বয়সী ছেলে শিশু। জানা গেছে, ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে কাজ শেষ করে রঞ্জনা রানী প্রতিদিনের মতো নিজ ঘর পরিষ্কার করছিলেন। ঘর মুছতে গিয়ে হঠাৎই একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। বিষক্রিয়ায় কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে  ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পর্যালোচনার এক পর্যায়ে তাকে মৃত ঘোষণা করেন।  হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টি ভেনম না  থাকায় প্রায়শই এই রোগীগুলো মৃত্যুবরণ করছে আসছে প্রতিকার কোনটাই পাচ্ছেন না। এই সাপে কামড়ের রোগীর প্রতিবেশী ও স্বজনরা । হঠাৎ এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বামী-সন্তান ও পরিবার-পরিজনসহ স্থানীয়রা ভেঙে পড়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *