আবু মুসা মোহন, রায়পুর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের নতুন চৌকিদার বাড়ির একটি পুকুর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ?মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ?এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, লাশটি বাইরে থেকে এনে ওই পুকুরে ফেলা হয়েছে। ?রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।
