অজয় সাহা, (নরসিংদী) রায়পুরা
২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রায়পুরা উপজেলায় বিনামূল্যে বীজ ও চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার, হাইব্রিড মরিচ বীজ, শীতকালীন সবজি বীজ, লেবু, তাল, আম, নারিকেল, বেল, জাম, নিম ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়। এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো কৃষকদের উৎপাদন বৃদ্ধি, কৃষি কাজে আগ্রহ সৃষ্টি এবং টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করা। অনুষ্ঠানটি আয়োজন করে রায়পুরা উপজেলা কৃষি অফিস।