ePaper

রায়পুরায় তারুণ্যের বাতিঘরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

রায়পুরা(নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করেছে সামাজিক সংগঠন তারুণ্যের বাতিঘর। রায়পুরা পাবলিকিয়ান পরিবারের উদ্যোগে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করেছেন। তাদেরকে প্রেরণা যোগাতে এবং উৎসাহিত করতে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা অনুষ্ঠানকে সার্থক করে তুলবে। অনুষ্ঠান পরিচালনা করবেন সংগঠনের আহ্বায়ক মো. ইমরান মিয়া এবং সদস্য সচিব মুকুল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইকবাল হোসেন শ্যামল, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ শফিউল আজম কাঞ্চন, রাজ কিশোর রাধামোহন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফজলুল হক ফকির প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *