অজয় সাহা (নরসিংদী) রায়পুরা
নরসিংদীর রায়পুরা পৌরসভায় স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় শুরু হয়েছে বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় গতকাল সোমবার এ কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রীরামপুর রেলগেইট এলাকায় ড্রেনেজ পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা। এ সময় অংশগ্রহণকারীরা হাতে মাস্ক ও পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে পৌর শহরের বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল ধ্বংসে কাজ করেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন স্থানে মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কে জনসচেতনতা তৈরি করা হয়। এ অভিযানে স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশ নেন। উপস্থিত ছিলেন ব্র্যাক হেলথ প্রোগ্রাম নরসিংদীর জেলা ব্যবস্থাপক জনাব সুশান্ত দেবনাথ, সিসিএইচ অফিসার মো. সোহান খান, প্রোগ্রাম অফিসার টিবি সাহেআলম, রায়পুরা পৌর প্রকৌশলী রুবেল সরকার, সহকারী প্রকৌশলী আরিফুল, রায়পুরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশসহ অনেকে। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই। এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করলে জনগণ স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত হবে।
