ePaper

রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে থানা ওসির মতবিনিময়

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল বারি উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। শনিবার বাদ মাগরিব থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ওসি মোহাম্মদ আবদুর বারি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে সব ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি বলেন অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা আছে বলেই আপনারা সাংবাদিক পেশায় এসেছেন। অন্যায়ের প্রতিবাদ করার একটি শক্তিশালী জায়গা হচ্ছে গণমাধ্যম। পুলিশ ও সাংবাদিক ইচ্ছে করলে অপরাধ মূলক কাজ নির্মূল করতে পারেন। সেই জায়গা থেকে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক।   দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মমুক্ত পরিবেশে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এলাকা থেকে মাদক ও চোরাকারবারী দমনে তিনি জিরো টলারেন্স অবস্থানে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইভটিজিং রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তিনি সংবাদকর্মীদের অবহিত করেন।  মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি পাটোয়ারী হোসেন শরীফ, সিনিয়র সহ সভাপতি হাজী মোহাম্মদ মহসিন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক, বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহিব উল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *