মনির হোসেন বাবুল, রামগঞ্জ
জুলাই বিপ্লবে শহীদ রামগঞ্জের ৬ পরিবারকে সম্মাননা ও আর্থিক প্রণোদনা দিয়েছে স্মার্ট ফাউন্ডেশন। গতকাল শনিবার সকালে ঢাকাস্থ রামগঞ্জ উপজেলা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের আয়োজনে এবং স্মার্ট ফাউন্ডেশনের সহযোগিতায় রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে এ সম্মাননা প্রদান করা হয়। “বিপ্লবে সংকটে তারুণ্যÑশহীদের স্মৃতি সতেজ রাখুন, স্বেচ্ছাসেবায় জাগুক জীবনের স্পন্দন”Ñএ প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. দিদারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ জিয়াউল হক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অসিত কুমার সাহা, রামগঞ্জ উপজেলা ভূমি সহকারী কমিশনার দেবব্রত দাশসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্মার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে। স্মার্ট ফাউন্ডেশনের এই উদ্যোগ তাদের জন্য আশার আলো হয়ে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।