রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর এলাকার দক্ষিণ বাজারে চারতলা ভবনের উপর থেকে পড়ে জান্নাত (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার দুপুরে চার তলার সিড়ির ফাঁক দিয়ে শিশুটি নিচে পড়ে গুরুতর আহত হয়। নিহত জান্নাতের বাবা দেলোয়ার হোসেন একজন মাছ ব্যবসায়ী। তিনি রামগঞ্জ বাজারের মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তার বাবা পরিবারের লোকজনহ দক্ষিণ বাজারে সেলিম পোল্টির একটি চারতলা ভবনে ভাড়া থাকেন। জানা গেছে, মঙ্গলবার দুপুরে জান্নাত বাসার কক্ষের বাইরে খেলা করছিল। খেলার এক পর্যায়ে অসাবধনতা বসত শিশুটি সিড়ির পাশ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষনিক পরিবারের লোকজন তাকেই উদ্ধার করে প্রথমে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা একটি হাসপাতালে স্থানান্তর করা হলে গতকাল বুধবার ভোরের চিকিৎসাধীন অবস্থা শিশুটির মৃত্যু হয়। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখা গেছে মেয়েটি অসাবধানতা বশত খেলতে গিয়ে পড়ে যায়। এ ব্যাপারে তার লোকজন থানায় কোন অভিযোগ করেনি।
