ePaper

মৌলভীবাজারে বিএনপির সম্মেলন সকল সরঞ্জাম প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তর

জাকির হোসেন, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে বলে জানা গেছে। প্রধান নির্বাচন কমিশনার জেলা বিএনপির আহ্বায়ক এম এ মুকিত ও সহকারি কমিশনার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য বকসি মিছবাউর রহমান জানান, আজ সদর উপজেলা বিএনপির সম্মেলন সকাল ১০ ঘটিকা থেকে একটানা বিকাল চার ঘটিকা পর্যন্ত চলবে। নির্বাচনের প্রস্তুতিমুলক সকল কার্যক্রম ইতিমধ্যেই নির্বাচন কমিশন অত্যান্ত স্বচ্চ ও দৃঢ়তার সহিত সম্পন্ন করেছে। প্রধান নির্বাচন কমিশনার আরো জানান, মৌলভীবাজার জেলায় এই প্রথমবারের মতো সদর উপজেলা নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা তৈরি করা হয়েছে। যার মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সহিত শান্তি শৃঙ্খলাভাবে নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। গতকাল শনিবার বেলা ১২ টার সময় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এম এ মুকিত ও সহকারি কমিশনার বকসি মিছবাউর, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, বিএনপি নেতা জিল্লুর রহমান, বিএনপি নেতা সাইফুল ইসলাম টুটুল উপস্থিত থেকে নির্বাচনের ছবিসহ ভ্যলট পেপার, ভ্যালট বক্স, ভোটার তালিকা প্রধান প্রিজাইডিং অফিসার মো. শাহজাহান মিয়ার কাছে হস্তান্তর করেন। এবং দুপুর ২ টার সময় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নের সভাপতি সম্পাদকের কাছে ভোটারদের টি শার্ট, টুপি, ফিতা ও কার্ড প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *