ePaper

মেহেরপুরের গাংনী,কৃষিজমির জলাবদ্ধতা দূর করার দাবি ৬ গ্রামের কৃষকের

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে কৃষিজমির জলাবদ্ধতা দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে উপজেলার ছয় গ্রামের কৃষক। গতকাল রোববার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে এই দাবি জানানো হয়। স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাংনী উপজেলার তেরাইল, মহব্বতপুর, বাদিয়াপাড়া, কামারখালি, ষোলটাকা ও সহড়াবাড়িয়া গ্রামের শতাধিক কৃষক মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। বক্তারা বলেন, বহু বছর ধরে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় প্রতি মৌসুমে হাজার হাজার বিঘা জমির ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। বৃষ্টি বা সামান্য প্লাবন হলেই জমি ডুবে যায়। এতে ধান, পাট, শাকসবজি থেকে শুরু করে সব ধরনের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকরা একদিকে লোকসানের বোঝা বইছেন, অন্যদিকে ঋণের টাকা শোধ করতে হিমশিম খাচ্ছেন। মানববন্ধনে নেতৃত্ব দেন বামুন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো। তিনি বলেন, তেরাইল মোহাম্মদপুর ষোলটাকা তিন গ্রামের মাঠে জলাবদ্ধতার কারণে চাষাবাদ বন্ধ হয়ে গেছে। আমরা ইতোপূর্বে প্রশাসনকে জানিয়েছি। তখন অল্প ছিল জলবদ্ধতা। ধীরে ধীরে জলাবদ্ধতা বেড়ে পুরো মাঠ প্লাবিত হয়ে লোকালয়ে চলে এসেছে পানি। গ্রামের রাস্তাঘাট ডুবে গেছে। জুলফিকার আলী আরো বলেন, এখনই জলাবদ্ধতা নিরসন না হলে ফসলের তো ক্ষয়ক্ষতি হচ্ছে, সেইসঙ্গে গ্রামের মানুষের অনেক ক্ষতি হবে। সড়কের পাশে খাল রয়েছে, সেগুলো হয়তো বন্ধ হয়ে গেছে। এখন প্রশাসন খালগুলো ঠিক করে দিলে জলবদ্ধতা কমে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *