ePaper

মেলান্দহে সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মরহুম আনিসুর রহমান আনিসের স্মরণ সভা

জামালপুর প্রতিনিধি

মেলান্দহ উপজেলা ছাত্রদলের সোনালী অতীত সাবেক ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মরহুম আনিসুর রহমান আনিসের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে মেলান্দহ অডিটোরিয়াম চত্বরে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. দৌলতুজ্জামান আনছারী সহসভাপতি জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব মো. রেজাবুদ্দৌলা চৌধুরী, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্ণেল (অব.) রফিকুল হান্নান, জামালপুর-৩ আসনের সাবেক এমপি মরহুম আবুল হোসেনের পুত্র, এডভোকেট আমন ফেরদৌস, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সাবেক সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও আনিস স্মৃতি সংসদের আহ্বায়ক, সাংবাদিক আজম খান, মেলান্দহ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও আনিস স্মৃতি সংসদের সদস্য সচিব রেজাউল করিম রেজা, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রওশন আলম তালুকদার রঞ্জু, মেলান্দহ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মাহফুজুর রহমান মিস্টারের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা বাসদ এর আহ্বায়ক আলমগীর শাহজাহান প্রমুখ। বক্তাগণ মরহুম আনিসুর রহমান আনিসের আত্মজীবনী স্মৃতিচারণে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *