মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের শাহীন বাজার সংলগ্ন বন্দোরৌহা মাদারদহ কাটাখালী নদী নামে পরিচিত যমুনা নদীর একটি শাখার উপর নির্মিত ব্রীজের ভাংঙ্গা অংশে কাঠের তৈরি সংযোগ এপ্রোচটির পরিদর্শন করেছেন। গত ২০২৪ সালের বন্যায় সেই ব্রীজের এপ্রোচ ভেঙে যাওয়ায় সেখানে নিজ অর্থায়নে একটি কাঠের তৈরি সংযোগ ব্রিজের এপ্রোচ নির্ণাম করে দিয়েছিলেন নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা।পরে এতে মেলান্দহ উপজেলা প্রশাসন সহযোগিতাও করেছিলেন। সেই কাঠের তৈরি সংযোগ ব্রিজের এপ্রোচটি প্রায় দুই বছরের মত হলেও সেটা পুরাতন হয়ে দিন দিন একেবারেই নষ্ট হয়ে যায়। বর্তমানে সেটা একেবারে ভেঙে যাওয়ায় মেলান্দহ উপজেলা ও মাদারগঞ্জ দুই উপজেলার মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এতে জনদুর্ভোগ এখন চরমে পড়েছে। ইতিমধ্যে সংবাদ পেয়ে জরুরি ভিত্তিতে ছুটে এসে সেই শাহীন বাজার সংলগ্ন ব্রিজের ভাংঙ্গা এপ্রোচ পরিদর্শন করেন জামালপুর জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ। তিনি গত ২৪ নভেম্বর দুপুরে তিনি সরে জমিনে ঘুরে সেই কাঠের তৈরি সংযোগ ব্রিজের ভাংঙ্গা এপ্রোচটি পরিদর্শন করেন এবং দ্রুত ব্রিজের এপ্রোচ নির্মানের নির্দেশ দেন। এ সময় তাহার সাথে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায়,নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারে সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, ইউপি সদস্য আব্দুল হালিম প্রমুখ।
