ePaper

মেলান্দহে বিএনপি নেতা আহাম্মদ আলী খান লোটনে মৃত্যুবার্ষিকী পালিত

মো. রুহুল আমিন রাজু, জামালপুর

জামালপুর জেলার মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সফল আহবায়ক ও ১নং দুরমুট ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আহমদ আলী খান, লোটনের ২৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর শনিবার বিকালে বাদ আছর দুরমুঠ ইউনিয়নের ফুলতলা বাজারে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের ৩য় ছেলে ঢাকা মহানগর দক্ষিণের ৫ ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ঢাকার সবুজবাগ থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম আশরাফুজ্জান খান বড় লিটন স্মরণ সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি বিশিষ্ট সমাজ সেবক দানবীর ইন্জিনিয়ার মো. দৌলতুজ্জামান আনছারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক মেহের উল্লাহ মেহেরসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *