ePaper

মেলান্দহে নাংলা ইউনিয়নের রাস্তা মেরামতের উদ্বোধন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারে সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা নাংলা ইউনিয়নের বিভিন্ন জায়গায় ভাংঙ্গা ও গর্ত হওয়া রাস্তার মেরামত ও উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করেন। গত ৭ জানুয়ারি নাংলা ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো নির্মাণ কাজের অধীনে টি,আর বাবদ রাস্তার উন্নয়ন মূলক কাজ করা যেমন রাস্তার মাটি ভরাট, রাস্তার খানাখন্দের কারণে গর্ত হওয়ায় রাস্তা ভেঙে যাওয়া ইত্যাদি কাজের সংস্কারের জন্য  সরকারী বরাদ্দকৃতের অংশ হিসেবে মাটি কেটে ভরাট করে সমান করে দেওয়া, রাস্তার নতুন করে  মাটি কেটে রাস্তা ভাংঙ্গা অংশ মেরামত করাসহ নানান ধরনের রাস্তার উন্নয়ন মূলক কাজ চলমান এবং  দ্রুত এগিয়ে চলছে। গতকাল সরে জমিনে ঘুরে দেখা গেছে নাংলা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা নাংলা ইউনিয়ন পরিষদের সংলগ্ন চান পাগলার বাড়ী হইতে শুকুরের বাড়ী হইয়া নতুন ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তা মেরামত চলমান।  এছাড়াও মমতাজের বাড়ী হইতে বাদশা মেম্বারের পুরাতন বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত কাজ এগিয়ে চলছে। গ্রামীণ অবকাঠামো নির্মাণকাজের বাস্তব রূপ নেওয়ায় একদিকে গ্রামের হতদরিদ্র শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে অপর দিকে সাধারণ মানুষ কৃষক  পথচারীদের চলাচলের অনুপযোগী রাস্তা এখন সচল হচ্ছে। এতে করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন মূলক কাজের অগ্রগতি দ্রুত এগিয়ে চলছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এ বিষয়ে নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে আশা করি কাজ দ্রুত শেষ হলে জনগণের ভোগান্তি লাগব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *