ePaper

মেগচামী ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম তার বক্ত্ব্য বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে এটাই আমাদের চাওয়া। বিএনপি সব সময় গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী এবং সব সম্প্রদায়ের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দুঃশাসন, বৈষম্য ও বিভাজনের রাজনীতির অবসান ঘটাতে আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও মানবিক রাষ্ট্র গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে এক কাতারে এসে কাজ করতে হবে।’ সোমবার বিকেলে মেগচামী ইউনিয়নের বিল আড়ালিয়া  বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেগচামী ইউনিয়ন পূজা উৎযাপন কমিটির সাবেক সভাপতি বাবু সুকান্ত সরকার। সভায় মধুখালী উপজেলা কৃষকদলের সদস্য সচিব শেখ তানভীর আহমেদ শিমুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট মধুখালী উপজেলা শাখার সভাপতি ও মধুখালী উপজেলা বিএনপি সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ নির্মল কুমার দাস, মধুখালী উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তত কমিটির আহবায়ক গোলাম মোস্তফা বাকী, সদস্য হায়দার আলী মোল্যা। এ ছাড়া আরও বক্তব্য দেন মেগচামী ইউনিয়ন সনাতন ধর্মবলম্বীদের মধ্যে বিভিন্ন দপ্তরের দায়িত্ব প্রাপ্ত ডা. সমীর কুমার ঘোষ, কাত্তিক পাল, অশোক কুমার বিশ্বাস, ইন্দ্রজিত দাস, বিপুল কুমার মন্ডল, বিদ্যুৎ কুমার বসু, অনিল কুমার দাস, অমিতাব দাস, আড়পাড়া ইউনিয়ন পূজা উৎযাপন কমিটির সভাপতি সনজিৎ কুমার সরকার প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা কৃষক দলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, সিনিয়র যুগ্ন আহবায়ক ফরিদুল ইসলাম ফুরাদ, মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামূল, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট মধুখালী পৌর শাখার সাধারন সম্পাদক পীযুষ মিত্র এবং মেগচামী ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের শত শত নারী -পুরুষ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে অংশগ্রহণকারীরা সাম্প্রদায়িক সম্প্রীতির চর্চা অব্যাহত রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সভায় সকলেই ধানের শীষ মার্কা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন এবং সবশেষে সভার প্রধান অতিথি ও সভাপতি সকলের প্রতি মঙ্গল কামনা করে মতবিনিময় সভা শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *