ePaper

মালাইকার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা অর্জুনের

বিনোদন ডেস্ক

বলিউডের চর্চিত জুটি মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম ভেঙে গেলেও যেন পুরোনো সম্পর্ক ভুলতে পারছেন না অর্জুন। প্রায়শই তার মুখে শোনা যায় প্রাক্তন প্রেমিকা মলাইকার কথা, এমনকি অভিনেত্রীর যেকোনো প্রয়োজনে অর্জুনকে পাশে এসে দাঁড়াতেও দেখা গেছে। এবার সেই জল্পনাই আরও একবার উস্কে দিলেন অভিনেতা, যখন মলাইকার ৫২তম জন্মদিনে তিনি পাঠালেন এক বিশেষ শুভেচ্ছাবার্তা।

সম্প্রতি ৫২ বছরে পা রাখলেন চির-যৌবনা মলাইকা অরোরা। এই বয়সেও তার ফিটনেস ও গ্ল্যামার দেখে অনেকেই অবাক হন। বয়স যেন তার সামনে নয়, উল্টো দিকে হাঁটছে। ফিফটির দোরগোড়ায় এসে এমন যৌবন ধরে রাখার রহস্য নিয়ে যেমন নানা কথা শোনা যায়, তেমনই অর্জুনের সঙ্গে প্রেম চলাকালীন তাদের বয়সের বড় ফারাক নিয়েও প্রায়শই কটাক্ষের মুখে পড়তে হয়েছে এই জুটিকে। গত বছর জুন মাসেই প্রথম মালাইকা-অর্জুনের বিচ্ছেদের খবর সামনে আসে। দুজনের এক ঘনিষ্ঠ সূত্র তখন বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিলেও জানিয়েছিলেন, সম্পর্ক ভাঙলেও তাদের মধ্যে সৌজন্য বজায় থাকবে। তবে এরপর অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি বেশ নজরে এসেছিল অনুরাগীদের।

কিন্তু সম্পর্ক ভাঙার পরও একাধিকবার তাদের সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন শোনা গেছে। সেই গুঞ্জন আরও একবার জোরালো করলেন অর্জুন। মালাইকার জন্মদিনে প্রাক্তন প্রেমিকাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, সব সময় এমনই উচ্চতায় থেকো। হাসিটা বজায় রেখো এবং সবসময় খুঁজতে থেকো।’

অভিনেতার এই খুঁজতে থেকো মন্তব্যের মধ্যে ঠিক কী ইঙ্গিত লুকিয়ে আছে, তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কি বিচ্ছেদের পরেও মালাইকাকে তার জীবনে ফিরে আসার কোনো বিশেষ বার্তা দিলেন অর্জুন? প্রশ্ন উঠছে বলিপাড়ায়।

অন্যদিকে, ব্যক্তিগত সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে মালাইকা কখনোই জনসমক্ষে মুখ খোলেননি। তবে এর আগে মালাইকার বাবার মৃত্যুর খবর পেয়েই তড়িঘড়ি সেখানে পৌঁছে গিয়েছিলেন অর্জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *