ePaper

মায়ামিতে যোগ দিয়ে সমালোচনার মুখে আর্জেন্টাইন তারকা

স্পোর্টস ডেস্ক

মাঠে লিওনেল মেসির ওপর প্রতিপক্ষ খেলোয়াড়দের বিরূপ আচরণ ঠেকাতে সর্বদা তৎপর থাকেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। সে কারণে তাকে মজা করে অনেকে ‘মেসির দেহরক্ষী’ও বলে থাকেন। জাতীয় দলের পর দুজনকে এবার ইন্টার মায়ামির জার্সিতেও একসঙ্গে দেখা যাবে। তবে বিশ্বকাপের মাত্র এক বছর বাকি থাকাবস্থায় তুলনামূলক কম চাপের প্রতিযোগিতায় যুক্ত হয়ে সমালোচনার মুখে পড়েছেন ডি পল।

গতকাল (শনিবার) আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি ডি পলকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে এক বছরের জন্য ধারে (লোন) মায়ামিতে যোগ দিলেন তিনি। একইসঙ্গে ২০২৬ সালে সেই চুক্তি স্থায়ী করারও সুযোগ রাখা হয়েছে। জাতীয় দলের সতীর্থ মেসির ক্লাবে যুক্ত হলেও সমালোচনা হচ্ছে ডি পলের।আর্জেন্টাইন সাংবাদিক আলেহান্দ্রো ফ্যাব্রি গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসে লিখেছেন, ‘ডি পল কি মেসির সঙ্গে আরও কম চাপ এবং দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় খেলা উপভোগ করবেন? মনে হচ্ছে তিনি কম মর্যাদার টুর্নামেন্ট সম্পর্কে সচেতন নন, যেখানে জয় কিংবা পরাজয় কি কারও অতটা গুরুত্ব বহন করে? তিনি কি জাতীয় দল ছাড়ার কথা ভাবছেন নাকি দিয়েগো সিমিওনের (অ্যাতলেটিকো কোচ) অধীনে নিজের চক্র পূরণ করে ফেলেছেন। আর তেমনটা হওয়ার কারণে তিনি এখন কম চাপের পরিবেশে খেলতে চান মনে হচ্ছে।’আজ এফসি সিনসিনাতির বিপক্ষে ম্যাচের আগে মায়ামির পক্ষ থেকে অভ্যর্থনা দেওয়া হয় ডি পলকে। পরে গ্যালারিতে মেসির পাশে বসে ক্লাবটির ম্যাচ দেখেন  আরেক প্রখ্যাত আর্জেন্টাইন আউটলেট দায়ারিও ওলে’র এক কলামে বলা হয়েছে, ‘অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে ইন্টার মায়ামির হয়ে খেলবেন ডি পল, অথচ ওই লিগকে নিম্ন সারির হিসেবে বিবেচনা করা হয়। এই সাইনিংয়ে সমর্থক ও বাইরের ফুটবলসংশ্লিষ্টদের উভয়েই অবাক হয়েছে। যেন তিনি বন্ধু লিওনেল মেসির জন্য যোগ দিয়েছেন।’

স্প্যানিশ ক্লাবটির হয়ে চার মৌসুমে ১৮৭টি ম্যাচ খেলেছেন ৩১ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। যেখানে ডি পল ১৪ গোল ও ২৬টি অ্যাসিস্ট করেছেন। এক বিবৃতিতে অ্যাতলেটিকো জানিয়েছে, ‘ব্যক্তিগত ও পেশাদার ভবিষ্যতের জন্য আমরা রদ্রিগো ডি পলকে শুভকামনা জানাচ্ছি।’ তবে ক্লাবটির সমর্থকরা তার দলবদলের বিষয়টি মানতে পারছেন না। সামাজিক মাধ্যমে তারা সমালোচনায় মুখর। ক্ষুব্ধ ভক্তদের অনেকেই লিখছেন, ‘দল ছেড়ে যাওয়ার জন্য ধন্যবাদ এবং আর ফিরে আসবেন না।’এর আগে মায়ামিতে যুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় ডি পল বলেন, ‘যে রোমাঞ্চ আমাকে ইন্টার মায়ামিতে যুক্ত হতে তাড়না দিয়েছে তা হচ্ছে– প্রতিযোগিতা, শিরোপা জেতা এবং ক্লাবের হয়ে ইতিহাস গড়া। এটি এমন এক ক্লাব যা বড় অ্যাথলেট গড়ে তোলে, তৈরি করে লিগ্যাসি এবং অসাধারণ এই দলকে অনেকেই পছন্দ করে।’ ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর ডি পল তৃতীয় আর্জেন্টাইন হিসেবে মায়ামিতে যোগ দিয়েছেন। এর আগে থিয়েগো আলমাদার পর গোলাপি জার্সি গায়ে তোলেন মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *