ePaper

মানিকগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার অপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বাবুল আহমেদ,মানিকগঞ্জ

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদসহ অপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন মানিকগঞ্জের প্রেসক্লাবের সাংবাদিকরা। গতকাল সোমবার বেলা ১০ টার দিকে প্রেসক্লাব চত্বরে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ জেলা শাখার সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম মিহির, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সূজন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাজাহান বিশ্বাস, আবুল বাশার আব্বাসী, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আনসারী, সহ-সম্পাদক জাহিদুল হক চন্দন, কালবেলার জেলা প্রতিনিধি মো. সেলিম মিয়া দৈনিক নবচেতনা মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বাবুল আহমেদ প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য বড় হুমকি। ইতি মধ্য হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে। মানববন্ধনে সকল সাংবাদিক গ্রেফতারকৃতদের আসামিদের ফাঁসির দাবি জানান। এ ঘটনায় দৃষ্টন্তমূলক শাস্তি না হলে সমাজে এর প্রভাব থেকে যাবে বলে বক্তারা বলেন। সেজন্য দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দবি জানানো হয় মানববন্ধনে। বক্তারা আরও বলেন, সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত নানা হুমকি, হামলা ও হয়রানি শিকার হচ্ছেন। এ অবস্থায় সরকারের উচিত সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট আইন ও নীতি প্রণয়ন করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *