বাবুল আহমেদ, মানিকগঞ্জ
মানিকগঞ্জের ঘিওরের বিভিন্ন বাজারে পানির দামে বিক্রি হচ্ছে দুধ, যা বাজারের বোতলজাত লিটার পানির সমান। বাজারে দুধের সরবরাহ বেশি এবং চাহিদা কমে যাওয়ায় অনেক খামারিই এখন বাধ্য হয়ে কম দামে দুধ বিক্রি করছেন। অন্যদিকে গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে খামারিরা। গতকাল সোমবার সকালে সরেজমিনে উপজেলার সিংজুরী বাজার ঘুরে দেখা যায়, প্রতিদিনের মতোই আশপাশের প্রায় ২০ গ্রামের স্থানীয় খামারি ও কৃষক বাজারে দুধ বিক্রি করতে এসেছেন। মান ভেদে প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা লিটার। কামারজাগী গ্রাম থেকে দুধ নিয়ে আসা খামারী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, আজকে দুধের দাম পাইলাম ৩৫ টাকা যা অন্য দিনের তুলনায় কম। ভুষি ও খৈল খাইয়ে আমার হাতে আর এক টাকাও নেই। দেওভোগ থেকে দুধ বিক্রি করতে আসা আলম মিয়া বলেন, ৩০ টাকা দরে দুধ বিক্রি করলাম গো-খাদ্য কিনে চা খাওয়ার পয়সাও রইল না। দুধ ব্যবসায়ী মো. হাবিবুর রহমান হাবিব ঘোষের সাথে কথা বললে তিনি বলেন, বর্তমানে আম-কাঁঠালের সিজিন হওয়ায় লোকজন এখন মিষ্টি কিনতে চায় না। ছানার চাহিদাও কম তাই দুধ কিনে কোথাও পাঠাতে পারছি না। বিষয়ে ঘিওর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্বতী পালের সাথে কথা বললে তিনি জানান, দুধ ও ছানার চাহিদা কম থাকায় প্রতি বছর এ সময় দুধের দাম কমে যায়। অল্প সময়ের মধ্যে আমার ঠিক হয়ে যাবে।