ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের দেওনাই গ্রামে মিথ্যা বানোয়াট ও অসত্য তথ্য উপস্থাপন করে ভূমিদস্যু বানিয়ে মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন একই গ্রামের ভুক্তভোগীরা। গত রোববার দুপুর ১২ টার দিকে ভুক্তভোগীদের পক্ষে মো. আলী হোসেন দেওনাই গ্রামে তার নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতিতে ভুক্তভোগী আলী হোসেন বলেন, তিনি ও তার ছোট ভাই সানোয়ার হোসেন তাদের সাভারের বাড়ীতে বসবাস করে ব্যবসা করেন। এমতাবস্থায় কিছু অসাধু লোক তাদেরকে ভূমিদস্যু বানিয়ে মানববন্ধন করে বানোয়াট ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছে। এতে সমাজে তাদের মানহানি হয়েছে। একদিন আগে তাদের বিরুদ্ধে মানব বন্ধনের সংবাদ দেখে তারা অবাক হয়েছেন। তাদের পরিবার ও গংরা মিথ্যা মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধনকারীদের তারা সন্ত্রাসী, টাকা লুটকারী, ভুমি দখলকারী উল্লেখ করে প্রশাসনের কাছে তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এসময় এলাকার বিভিন্ন লোকজন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
