ইউসুফ আহমেদ তুষার,কাশিমপুর
গাজীপুর মহানগরের কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের গোবিন্দবাড়ী দেওয়ানপাড়া এলাকায় মাটির ঘরের দেওয়াল ধসে তমিজ দেওয়ান (৬৫) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাটি টের পান। এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা রাস্তায় যাওয়ার পথে দুর্গন্ধ পেয়ে অনুসন্ধান করে দেখতে পান তমিজ দেওয়ানের ঘরের একটি দেওয়াল ধসে পড়েছে। সেখান থেকেই দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তারা তমিজ দেওয়ানের পরিবারের সদস্যদের খবর দেন। স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ মাটির ঘরে বসবাস করে আসছিলেন তমিজ দেওয়ান। ঘরটি বহুদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। তবে অর্থনৈতিক অসচ্ছলতার কারণে তমিজ দেওয়ান ঘরের সংস্কার কাজ করতে পারেননি। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
