ePaper

মাগুরায় ৬ দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা

গতকাল সোমবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, মাগুরা জেলা শাখার উদ্যোগে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম। কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মহম্মদপুর উপজেলার সাধারণ সম্পাদক জাহিদ হাসান, শ্রীপুর উপজেলার সাধারণ সম্পাদক সিকদার জামিরুল, সদর উপজেলার সভাপতি সালাউদ্দিন, শালিখা উপজেলার সাধারণ সম্পাদক তারেক বিশ্বাসসহ জেলার চার উপজেলার স্বাস্থ্য সহকারী ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ। তাদের সাফল্যের কথা বলেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ টিকা দানকারী পুরস্কার স্বাস্থ্য সহকারীর অবদান, পোলিও মুক্ত বাংলাদেশ গড়ার কারিগর একমাত্র স্বাস্থ্য সহকারী, শিক্ষা যদি হয় জাতির মেরুদন্ড তাহলে স্বাস্থ্যজাতির হৃদপিণ্ড, ভ্যাকসিন হিরো পুরস্কার স্বাস্থ্য সহকারীর অবদান, অবস্থান কর্মসূচিতে বক্তারা তাদের বক্তব্যে এ কথা বলেন। স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে : স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতায় নিয়োগবিধি সংশোধন ও ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা, ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেডে পদোন্নতির নিশ্চয়তা, প্রশিক্ষণবিহীন স্নাতক স্কেলে আত্তীকরণ, টাইম স্কেল/উচ্চতর স্কেল হিসেব করে বেতন পুনঃনির্ধারণ, ইন সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের সমমর্যাদা প্রদান। অবস্থান কর্মসূচি থেকে বক্তারা হুঁশিয়ারি দেন, এই ৬ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *