ePaper

মাগুরায় শিশু ধর্ষনের ঘটনায় ৪ জনের নামে মামলা

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা  : মাগুরায় আলোচিত ৮ বছরের শিশু ধর্ষনের ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে ।  শনিবার দুপুরে শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে ৪ জনের নামে মামলাটি করেন। মামলার ৪ জন আসামী হলেন হিটু শেখ (৫০),জহেরা বেগম (৪২),রাতুল শেখ (২২) ও সজিব শেখ (১৮) ।

মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা এ মামলার বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন,ধর্ষনের ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে শনিবার দুপুরে সদর থানায় ৪ জনের নামে মামলাটি করেছেন। মামলার আসামীদের সদর থানা  থেকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে । পুলিশের পক্ষ থেকে ধর্ষিতা শিশুর সাথে আমরা সার্বিক যোগাযোগ রক্ষা করছি। মামলার সময় শিশুটির পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

 উল্লেখ্য,মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী মাঠপাড়া এলাকার দিনমজুর সজীবের স্ত্রীর তৃতীয় শ্রেণিতে পড়া ছোট বোন রমজানের ছুটিতে দুলাভাই বাড়িতে বেড়াতে আসে ৫ দিন আগে। বৃহস্পতিবার সকাল ১০ টায় দিকে পরিবারের লোকজন নিজ নিজ কাজে বাইরে চলে গেলে ঘরে একা পেয়ে ৮ বছরের শিশু কন্যাটিকে ধর্ষন করে বোনের শ্বশুর হিটু শেখ। এ সময় মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে কান্নাকাটি করলে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকালে তার অবস্থার অবনতি হলে জরুরী ভিত্তিতে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখানে শিশুটির অবস্থার কোন উন্নতি না হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *