ePaper

মাগুরায় শিশু আছিয়ার ধর্ষকের ফাঁসি চেয়ে আদালত চত্বর ঘেরাও

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :

মাগুরায় চাঞ্চল্যকর শিশু ধর্ষনের ঘটনার আসামীদের ফাঁসির দাবীতে শহরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত চত্বর ঘেরাও করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা ।

 রবিবার সকাল ১০টা বেলা ৩টা পর্যন্ত মাগুরাসহ ১২টি জেলা থেকে  আগত শিক্ষার্থীরা এ কর্মসূচীতে অংশ নেয় । এ সময় শহরের জর্জকোট সড়ক,কেশব মোড়ের উভয় সড়ক বন্ধ করে দেন তারা।  আদালত চত্বরে শিক্ষার্থীরা ধর্ষকের ফাঁসি ও অন্যান্য আসামীদের সর্ব্বোচ শাস্তির দাবী জানিয়ে শ্লোগান দিতে থাকে । শিক্ষার্থীদের এ দাবীর সাথে একাত্মতা  ঘোষনা করে জেলা আইনজীবী সমিতি,জেলা গণকমিটি,চেম্বার অব কমার্স,সপ্তক সাহিত্য চত্রু, জেলা পরিবেশক সমিতি,জেলা মহিলা পরিষদ ,সুপ্রভাত বাংলাদেশসহ নানা সামাজিক সংগঠন অংশ নেয় । পাশাপাশি এ কর্মসূচিতে মাগুরা জেলার ৪ উপজেলার নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। ৪ ঘন্টাব্যাপী শিক্ষাথী দের এ কর্মসূচীতে মাগুরা শহর প্রায় অচল হয়ে যায় । শহরে সৃষ্টি হয় তীব্র যানযট । এ সময় জেলার আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে । সাধারণ শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন,আজ যে মেয়েটি ধর্ষনের শিকার হয়েছে সে আমাদের বোন । আমরা আমাদের বোনের ধর্ষণকারীর সর্ব্বোচ শাস্তি ফাঁসি চাই। মুল আসামীদের সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে । আজ আমরা আদালত চত্বর ঘেরাও করলাম । পরবর্তীতে সড়কসহ আরো কঠোর আন্দোলনে যাব । শিক্ষার্থী হাসিয়ারা খাতুন হাসি বলেন,মেয়েটার উপর পারবিক নির্যাতনই শুধু করা হয়নি তাকে মেরে ফেলার কাজ করেছে নরপিচাশরা । এটা আমাদের সমাজের কলঙ্ক । তাই আমরা চাই এ ঘটনার সাথে জড়িতদের ফাঁসি দেওয়া হোক । সমাবেশে জেলা আইনজীবী সমিতির সদস্যরা বলেন,আমরা এ ঘটনার সাথে জড়িতদের সব্বোর্চ শাস্তি দাবী করছি । আমরা ভিকটিমের সাথে সব সময় আছি ও থাকবো । আমরা সুষ্টু ও নিরপেক্ষ আইনী লড়াইয়ের মাধ্যমে তাদের সর্ব্বোচ শাস্তি দাবী জানাছি । তাই দ্রুত বিচার ট্রাবুনালের মাধ্যমের তাদের বিচারের জোর দাবী করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *