ePaper

মাগুরায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা

“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”Ñএই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় উদযাপিত হয়েছে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় স্মার্ট সাদা ছড়ি বিতরণ ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব মো. অহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মো. জাকির হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাদা ছড়ি শুধু দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির চলাচলের প্রতীক নয়, এটি তাদের আত্মনির্ভরতা ও সম্মানের প্রতীকও। আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট সাদা ছড়ি দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমান আরও উন্নত করবে। আলোচনা শেষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরার পক্ষ থেকে জেলার তিনজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে স্মার্ট সাদা ছড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরা এবং সহযোগিতা করে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *