ePaper

মাগুরায় প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত আমন ফসল ও মাছের ঘেরে ব্যাপক ক্ষতি

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা

লঘুচাপের প্রভাবে বুধবার সকাল থেকে টানা বৃষ্টিপাতে মাগুরা শহর ও আশপাশের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। পারনান্দুয়ালী, কলেজপাড়া, নীজনান্দুয়ালী, স্টেডিয়ামপাড়া, পুরাতন বাজারসহ শহরের বেশ কয়েকটি এলাকায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে অফিসগামী ও শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সকালের প্রবল বর্ষণ উপেক্ষা করেই কর্মস্থলে যেতে দেখা গেছে অনেককেই। বৃষ্টির কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ রিক্সা, ভ্যান, ইজিবাইক চালক, দিনমজুর বেশি ভোগান্তিতে পড়েছে এই টানা বৃষ্টিতে। শহরের এক শিক্ষার্থী জান্নাতুল আলম ছড়া বলেন, “আজ আমাদের নবম শ্রেণির পরীক্ষা রয়েছে। প্রবল বৃষ্টি উপেক্ষা করে স্কুলে যাচ্ছি। বাড়ির চারপাশের রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, তারপরও পরীক্ষা দিতে আসতে হচ্ছে।” শুধু শহর নয়, বর্ষণের প্রভাবে জেলার বিভিন্ন উপজেলার ফসলের মাঠেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। আমন ধানের ক্ষেতসহ শাকসবজির খেতে পানি জমে ফসল নষ্ট হয়ে গেছে। মাগুরা সদরের কাপাসটি গ্রামের কৃষক জামির হোসেন জানান, “একটানা বৃষ্টিতে আমার সবজি ক্ষেত পানির নিচে চলে গেছে। কিছুই বাঁচানো সম্ভব হয়নি।” অন্যদিকে, জেলার বিভিন্ন স্থানে মাছের ঘেরও পানিতে তলিয়ে গেছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় অনেক ঘেরের মাছ ভেসে গেছে বলে জানিয়েছেন মৎস্যচাষিরা। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। বালিয়াডাঙ্গা গ্রামের কৃষক নাজিমুদ্দিন বলেন, “আমি জমির পাট কাটতে শুরু করেছি। কিন্তু এই বৃষ্টিতে পাট কাটা অসম্ভব হয়ে পড়েছে। এখন পাট মাঠেই পঁচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।” স্থানীয় কৃষি ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে, ফলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *