ePaper

মাগুরায় অবৈধ অস্ত্র উদ্ধার ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি

মাগুরার সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের ভাই অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারকৃত হিশামের অবৈধ অস্ত্র উদ্ধার ও গণঅভ্যুত্থানে নিহত শহীদ রাব্বি হত্যার বিচার এবং হত্যায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. আমিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসু, মো. লাবু ইসলাম, ফারুক হোসেন, সাবেক ছাত্রনেতা মারুফ মুন্না, রানা, যুবদল নেতা শাকের, উন্মেষ, ছাত্রনেতা শফিকুল ইসলাম, আল মামুনসহ নির্যাতিত জনগণ। এ সময় বক্তারা বলেন, খুনি হাসিনার অস্ত্রধারী সন্ত্রাসী মাগুরার গডফাদার সাইফুজ্জামান শিখরের পরিবারের হাতে সাংবাদিক ও সাধারণ মানুষসহ আরো অনেকেই গুম, খুন, লুটপাট ও ভূমিদস্যুতার শিকার হয়েছে।  শেখরের ভাই অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারকৃত হিসামের অবৈধ অস্ত্র উদ্ধার ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত ছাত্রনেতা শহীদ মেহেদী হাসান রাব্বি হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *