মোঃ সহিদুল ইসলাম , মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে বিশ্ব ডায়াবেটিকস দিবস ২০২৫ উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় মধুবন মার্কেটের তৃতীয় তলায় মধুখালী উপজেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে এ আলোচনা সভা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাজমুল হক । সমাবেশে সভাপতিত্ব করেন মধুখালী ডায়াবেটিক সমিতির সভাপতি মোঃ আবু সাইদ মিয়া এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালেহীন সোয়াদ সাম্মী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির এ্যাডহক কমিটির সদস্য সচিব প্রফেসর শেখ আব্দুস সামাদ, মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারী আব্দুর রউফ কলেজের বাংলা প্রভাষক হাফিজুর রহমান , উপজেলা শিক্ষা অফিসার এইচ এম নজরুল ইসলাম, মধুখালী ডায়াবেটিক সমিতির বার বার দাতা সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি এবং ফরিদপুর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ মনিরুজ্জামান মনির, মধুখালী ডায়াবেটিক সমিতির দাতা সদস্য ও মধুখালী উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ আকতার হোসেন মুন্সী । এ ছাড়া আরও বক্তব্য রাখেন মধুখালী ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য হাজী আঃ মালেক শিকদার, আজীবন সদস্য নৃপেন্দ্রনাথ ঘোষ, শিক্ষা প্রতিষ্ঠানের মাওলানা আলিমুজ্জামান, অধ্যক্ষ নাজিমুদ্দিন মৃধা, মাওলানা আঃ আজিজ মোল্যা, মধুখালী বাজার পরিষদের সভাপতি আবুল বাশার বাদশা, মধুখালী ডায়াবেটিক সমিতির ঢাকা লিয়াঁজো কমিটির কামরুল আহসান প্রমুখ । উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন মধুখালী ডায়াবেটিক সমিতির পরিচালক মৃধা বদিউজ্জামান বাবলু, দাতা সদস্য শেখ মনিরুজ্জামান ঠান্ডু সহ আরো দাতা সদস্য , শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকমন্ডলী, মেধাবী ছাত্র-ছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । বক্তারা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিয়মিত খাদ্যাভ্যাস, ব্যায়াম, সচেতনতা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ডায়াবেটিক রোগীদের জন্য উত্তম সেবা নিশ্চিত করতে সমিতির ভূমিকা আরও জোরদারের আহ্বান জানান। সমাবেশে মধুখালী ডায?াবেটিক সমিতির সভাপতি মোঃ আবু সাইদ মিয়া জানান, “আমরা খুব অল্প সময়ের মধ্যেই মধুখালীতে একটি নার্সিং ইনস্টিটিউট চালু করতে যাচ্ছি, ইনশাআল্লাহ। এতে এলাকার স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে।” করোনার পর স্বাস্থ্যসচেতনতার প্রসার এবং ডায়াবেটিস প্রতিরোধে এ ধরনের উদ্যোগকে অংশগ্রহণকারীরা অত্যান্ত গুরুত্ব বহনকারী বলে উল্লেখ করেন। পরিশেষে প্রতিবছরের ন্যায় এবারও মধুখালী ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে ২০২৫ইং সনের উপজেলার মধ্যে এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্র-ছাত্রীদের উত্তরীয় ও ক্রেষ্ঠ এবং ঢাকা বিভাগ-২০২৪ এর শ্রেষ্ঠ গুনী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম ক্রেষ্ঠ এবং উপজেলার রোশনী আক্তারকে জয়ীতা নারী ঘোষনা ও ক্রেষ্ঠ প্রদান করে এবং মধুখালী ডায়াবেটিকস সমিতির বইয়ের মোড়ক উন্মোচন করে , সুধী সমাবেশে উপস্থিত সকলকে মধ্যাহৃ ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করেন। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আবুল বাশার খাঁন ম্যানেজিং ডিরেক্টর রাজ্জাক গ্রুপ ইন্ডাস্ট্রিজ লিঃ
