মো. সহিদুল ইসলাম,মধুখালী
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫’ উদযাপিত হচ্ছে। দেশের মৎস্য সম্পদের টেকসই ব্যবহার, উন্নয়ন, সংরক্ষণ এবং সম্প্রসারণে জনসচেতনতা সৃষ্টিই এই আয়োজনের মূল লক্ষ্য। গতকাল সোমবার সকাল ১০টায় মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেল এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন থেকে র্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিন করে উপজেলা প্রশাসন পুকুরে দেশীয় বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্তকরন করা হয়। পরে মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান এর সভাপতিত্বে ও মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস এর সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে মৎস্যচাষী ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে দেশীয় মৎস্য চাষ ও বংশবৃদ্ধি সম্পর্কে এক আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভার শুরুতে স্বাগতম বক্তব্য দেন মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। পরে সভাপতি হিসেবে দেশীয় মৎস্য চাষ সম্পর্কে আলোচনা করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেল। এ ছাড়া আলোচনা করেন মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহাবুব ইলাহী, উপজেলা প্রানীজ সম্পদ কর্মকর্তা ডা. কে এম তানজির নাইম, মৎস্য চাষীদের মধ্যে মৎস্য চাষী হেমায়েত হোসেন হিকলু, বাবু কানাই লাল বিশ্বাস প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সমাজ সেবা অফিসার কল্লোল সাহা, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, চাষী জাফর সর্দার সহ দুইশতাধিক মৎস্য চাষী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার গন ও বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। আলোচনা শ্ষে তিনজন মৎস্য চাষীকে পুরস্কার স্বরুপ ক্রেস্ট প্রদান করে প্রথম দিনের অনুষ্ঠান শেষ করেন। অফিস সূত্রে জানা যায় আগামী ২৪শে আগস্ট পর্যন্ত সপ্তাহ ব্যাপী বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠান পরিচালিত হয়ে শেষ হবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।
