ভোলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি দোকানঘরে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। ভোলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. মিজানুর রহমান খোকন নিজেকে জমির মালিক দাবি করে দোকানঘরে তালা দেন। দোকান মালিক প্রতিবন্ধী মো. আলামিন অভিযোগ করে বলেন, আমি প্রতিবন্ধী হয়ে দীর্ঘদিন বাসায় অবস্থান করে কোন কুল না পেয়ে আমার নিজ জমিতে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছি। কিন্তু চব্বিশ গণঅভ্যুত্থানের পরে ছাত্রদলের নাম ভাঙিয়ে আমার জায়গা দখলের চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে খোকন আমার দোকানঘরে তালা দিয়েছে। যে জমি সে দাবি করছে, তা আমার জমি থেকে প্রায় পাঁচ হাত দূরে। তবুও সে আমার জমি তার বলে দাবি করছে। দলীয় প্রভাবে বিভিন্ন নেতাকর্মী দ্বারা আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি অসহায় হয়ে প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।” অন্যদিকে অভিযুক্ত খোকন দাবি করেন, “এ জমির প্রকৃত মালিক আমি। আলামিন অবৈধভাবে এখানে ঘর তুলেছে। আমি শুধু আমার নিজের জায়গা দখল নিয়েছি। এখানে কোনো রাজনৈতিক প্রভাব খাটানো হয়নি এবং দলের কাউকে আনা হয়নি।” এ বিষয়ে পূর্ব ইলিশা ফাঁড়ির ইনচার্জ এসআই তাজিদ বলেন, “আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয়রা জানান, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সাম্প্রতিক এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
