ePaper

ভোলায় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোহাম্মদ আলী, ভোলা

দৈনিক কালবেলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করেন কালবেলার ভোলা জেলা প্রতিনিধি মো. ওমর ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম, বিএনপি নেতা বশির আহমেদ হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মিডিয়া উইংয়ের মাষ্টার মো. জাকির হোসেন, ভোলা মিডিয়া হাউজের পরিচালক মো. জামাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা সদর উপজেলার প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা এবং ইসলামী আন্দোলনের নেতা মো. তরিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের ভোলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মো. শওকত হোসেন, বাসক-এর জেলা প্রতিনিধি মো. আল-আমিন শারিয়াহ, প্রেসক্লাব সদস্য এম এ বারী, সাংবাদিক আবু তাহের (আমার দেশ), মো. ইউনুস শরীফ, মো. বিল্লাল হোসেন (এস এ টিভি), মো. নাহিদ (ভোরের পাতা), মো. মহিউদ্দিন (এশিয়ান টেলিভিশন), মোহাম্মদ আলী (দৈনিক নবচেতনা), সাংবাদিক মো. জাকির হোসেন, শিপু, মো. সজীব(আজকের দর্পণ) শিমুল চৌধুরী, শাহিন কাদের, ইমরান, মো. সুমন, মো. শরিফুল ইসলাম, মো. আনোয়ার, মো. আশিকুর রহমান শান্ত, মো. দাউদ ইব্রাহিম সোহেল, মো. ফরহাদসহ ভোলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ সম্মিলিতভাবে কেক কেটে দৈনিক কালবেলার চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে শুভ কামনা জানান এবং পত্রিকাটির সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *