ePaper

ভোলায় ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোহাম্মদ আলী, ভোলা

ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ (দুইশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের নির্দেশনা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস দল ভোলা সদর মডেল থানার ৭নং ওয়ার্ডের মাছুমা খানম স্কুল সড়কে ডায়াবেটিকস হাসপাতালের সামনে অভিযান চালায়। অভিযানে এসআই (নি.) নাজমুল হাসান ও তার সহযোগী ফোর্স ২০০ পিস ইয়াবাসহ মো. মোহাগ (৪৮)-কে আটক করেন। তিনি ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর রমেশ এলাকার মৃত নুরুল ইসলাম ও ফজিলত বেগমের পুত্র। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোলা জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *