ePaper

ভোলায় ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ আরিফ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

মোহাম্মদ আলী, ভোলা

ভোলায় নিহত ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ আরিফের পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নিহত আরিফের বাবা জানান, গত ৩০ আগস্ট ভোরে ফজরের নামাজ পড়তে বের হওয়ার সময় বাড়ির সামনে তার ছেলে সাইফুল্লাহ আরিফের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার কপাল ও হাতের কব্জি ভাঙা ও কাটা অবস্থায় ছিল। পাশে পড়ে ছিল মোবাইল ফোনটিও। তিনি অভিযোগ করেন, ঘটনার পর ২ সেপ্টেম্বর পুলিশ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা নিলেও সন্দেহভাজনদের গ্রেফতার করে পরে ছেড়ে দিয়েছে। দুই সপ্তাহ পার হলেও পরিবার এখনো মামলার এজাহার কপি বা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পায়নি। বরং ১৫ দিন পর পুলিশ ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ আখ্যা দিয়ে তদন্ত রিপোর্ট দিয়েছে, যা পরিবার প্রত্যাখ্যান করেছে। আরিফের বাবা বলেন, “আমার ছেলে কখনো মাদকের সঙ্গে যুক্ত ছিল না। অথচ পুলিশ তাকে মাদকাসক্ত আখ্যা দিয়েছেÑআমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ঘটনার দিন আরিফ নিচতলার ঘর থেকে বের হয়েছিল, অথচ পুলিশ রিপোর্টে তিনতলার ঘরের উল্লেখ করেছে। আবার বৃষ্টির মধ্যে ছাদে হাঁটার গল্পও বাস্তবসম্মত নয়।” তিনি আরও জানান, তার ছেলে ছাত্রলীগের সহ-সভাপতি থাকা অবস্থায় কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করেননি। এ হত্যাকাণ্ডকে রাজনৈতিক রঙ না দিয়ে দ্রুত প্রকৃত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে মামলাটি পুলিশের পরিবর্তে পিবিআই বা সিআইডি-এর কাছে হস্তান্তরের জোর দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *