ePaper

ভুয়া সনদে শিক্ষকতা তদন্তের পর বহিষ্কার

নুরুল আলম সিকদার, কক্সবাজার

কক্সবাজারের মহেশখালী উপজেলার জেএম ঘাট আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) তোয়াহার উদ্দিন ভুয়া শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগে চূড়ান্তভাবে বহিষ্কৃত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টায় জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা স্বাক্ষরিত তদন্ত বিজ্ঞপ্তির ভিত্তিতে বিদ্যালয় প্রাঙ্গণে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় এ তদন্তে উপস্থিত ছিলেন অভিযোগকারী, অভিযুক্ত শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা তদন্তে দেখা যায়, তোয়াহার উদ্দিনের শিক্ষক নিবন্ধন সনদটি বাংলাদেশ শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত নয়, বরং একটি জাল দলিল। এই ভুয়া সনদের মাধ্যমে তিনি প্রতারণার মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশ করেছেন, যা দণ্ডনীয় অপরাধ। তদন্ত শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করে এবং সিদ্ধান্তটি তদন্ত দলের কাছে উপস্থাপন করে। তদন্তে আরও জানা যায়, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদের বিরুদ্ধেও আর্থিক অনিয়ম ও তহবিল আত্মসাতের প্রাথমিক প্রমাণ মিলেছে। এ বিষয়ে বিস্তারিত আর্থিক অডিটের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *