ePaper

ভিন্নরকম দুই গল্পে কেয়া পায়েল

বিনোদন ডেস্ক

অভিনয়ে নিজেকে ভেঙে নানা ধরনের চরিত্র পর্দায় তুলে ধরার নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন কেয়া পায়েল। সে কারণে গৎবাঁধা গল্প থেকে সরে এসে সেই কাজটি বেছে নিচ্ছেন, যেখানে দর্শক তাঁকে নতুনরূপে আবিষ্কারের সুযোগ পাবেন। এই ভাবনা থেকে এবার বেছে নিয়েছেন বেশ কিছু ভিন্ন ধাঁচের গল্পের নাটক; যার মধ্যে ‘টিপু সুলতান’ নামের নতুন একক নাটক সদ্য প্রকাশ পেয়েছে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে। কাহিনি লেখার পাশাপাশি নাটকটি পরিচালনা করেছেন এ কে পরাগ। এতে আরও একবার কেয়া পায়েলের বিপরীতে দেখা মিলেছে অভিনেতা মুশফিক আর ফারহানকে। এর আগে একই অভিনেতার বিপরীতে ‘রূপসী স্টুডিও’, ‘অনেকদিন পরে’, ‘মায়া’, ‘হ্যালো গাইস’, ‘শুধু তোমার জন্য’, ‘প্রপস’, ‘বিয়ের পরের পিনিক’, ‘স্যরি স্যার’, ‘সিকিউরিটি গার্ড’, ‘একজন মধ্যবিত্ত বলছি’সহ আরও বেশ কিছু নাটকে জুটি বেঁধে দর্শক মনোযোগ কেড়েছেন প্রথম সারির এই অভিনেত্রী। এদিকে মুশফিক আর ফারহানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা আরেকটি নাটক শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে। নাটকের নাম ‘ইউ অ্যান্ড মি ফরএভার’। অবয়ব সিদ্দিকীর কাহিনি নিয়ে নাটকটি পরিচালনা করেছেন রাইয়ান মাহমুদ। শিগগিরই জাগো এন্টারটেইনমেন্ট থেকে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হবে বলে কেয়া পায়েল জানান। তাঁর কথায়, মুশফিক আর ফারহানের সঙ্গে যতগুলো নাটকে অভিনয় করেছেন, তার বেশির ভাগই দর্শকের মাঝে সাড়া ফেলেছে। যে কারণে তাদের জুটি করে নির্মাতারা বেশ কিছু নতুন নাটকের কাজে হাত দিয়েছেন। কেয়া পায়েল বলেন, ‘শুধু জনপ্রিয়তার মোহে অভিনয় করে যাচ্ছি–বিষয়টি এমন নয়। অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে পরিণত শিল্পী হিসেবে তুলে ধরার চেষ্টা ছিল সব সময়। এ কারণে জনপ্রিয়তার স্রোতে গা না ভাসিয়ে সেই কাজগুলো বেছে নিচ্ছি, যেগুলো দর্শকের মনে ছাপ ফেলে যাবে। অভিনয় ক্যারিয়ারের এ পর্যায়ে এসে আমার উপলদ্ধি যে, দর্শকের মনে স্থায়ী আসন করে নিতে হলে ভালো কাজের বিকল্প নেই। অভিনয় নিয়ে এক ধরনের নিরীক্ষাও চালিয়ে যাচ্ছি।’ এদিকে কেয়া পায়েল অভিনীত ‘কোটিপতি’ নাটকটি দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নাটকটি ২১ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। একইভাবে দর্শক প্রশংসা কুড়াচ্ছে এই অভিনেত্রীর নতুন ধারাবাহিক নাটক ‘এটি আমাদেরই গল্প’। এমন ভিন্ন ধাঁচের গল্প ও চরিত্রের আরও বেশ কিছু নাটক চলতি বছরের বিভিন্ন প্রান্তে প্রকাশ পাবে বলেও কেয়া পায়েল জানান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *