স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের রোমাঞ্চকর টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে গতকাল (শনিবার)। যেখানে ২-১ ব্যবধানে জিতেছে অজিরা। তৃতীয় টি-টোয়েন্টিতে অনেকটা হারের দ্বারপ্রান্ত থেকে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাট হাতে ঝড় তুলে গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড। এর আগে বিধ্বংসী ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার ‘বেবি এবি’খ্যাত ডেওয়াল্ড ব্রেভিসও একাধিক রেকর্ড গড়েন।সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কেয়ার্নসে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। তাদের পক্ষে ব্রেভিস ২৬ বলে ৫৩ এবং রাসি ভ্যান ডার ডুসেন ২৬ বলে ৩৮ রান করেন। অজিদের পক্ষে ৩ উইকেট নেন নাথান এলিস। লক্ষ্য তাড়ায় নেমে অজিদের হয়ে অধিনায়ক মিচেল মার্শ ৩৭ বলে ৫৪ এবং ম্যাক্সওয়েল ৩৬ বলে ৬২ রান করে ১ বল এবং ২ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেন।যেসব রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল-ব্রেভিস
