ePaper

ব্যবসায়ী, সরকার ও জনগণের সার্বিক অংশ গ্রহণেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনা সম্ভব : মহসিন মিয়া মধু

মো. আফজল হোসেইন(শ্রীমঙ্গল প্রতিনিধি)

মহসিন মিয়া মধুর উদ্যোগে শ্রীমঙ্গলে ফের চালু হলো বিনা লাভের বাজার আসন্ন রমজান মাস উপলক্ষে বিনা লাভের বাজার ২য় শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল শহরের গদার বাজারে এই বাজার চালু করা হয়। শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মহসিন মিয়া মধুর উদ্যোগে এই বাজার স্থাপন করা হয়েছে। মহসিন মিয়া মধু জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রমাগত বাড়ছে। তাই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে এবং রমজান মাসে তাদের সুবিধার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারেক রহমানের নির্দেশে শ্রীমঙ্গলবাসীর জন্য এটি তার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। বিনা লাভের বাজারে চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, রসুন, আলু, সবজি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বাজারমূল্য থেকে কম দামে পাওয়া যাবে। এই বাজারে কোনো লাভ ধরা হবে না, শুধুমাত্র দ্রব্যমূল্য নেওয়া হবে। তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি সীমিত আয়ের মানুষের জীবনকে করছে জর্জরিত। এক্ষেত্রে ব্যবসায়ী, সরকার ও জনগণের সার্বিক অংশ গ্রহণেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবেই আমাদের দেশের সাধারণ মানুষ জীবন ধারণে স্বস্তিবোধ করবে। তবে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাবে যেভাবে জিনিসের দাম বেড়েছে, তার সঠিক প্রতিরোধ বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয়। তবুও দেশীয় অর্থনীতিকে সচল রাখার জন্যে যতটুকু সম্ভব চেষ্টা করে যেতে হবে সবাইকে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, মো. আতিকুর রহমান জরিপ, খন্দকার আবুল মঈন গোফরান তারেক, গোফরান আহমেদ মিছলু, বিএনপি নেতা কাজী এমদাদুল হক মো. সেলিম মিয়া, কাজী আব্দুল গফুর, গোলাম হোসেন ভূট্টো, মোবারক হোসেন, শ্রমিক নেতা ময়না মিয়া, মিছির আলী, যুবদলের আমিনুর রশিদ শিপু, ছাত্রদলের আব্দুর রহমান খান পাশাসহ বিভিন্ন স্থরের দলীয় নেতৃবৃন্দ। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের যখন হিমশিম অবস্থা, ঠিক তখনই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে যখন সারা দেশের মত শ্রীমঙ্গলে দ্রব্যমূল্য আকাশচুম্বী ছিল, তখন মহসিন মিয়া মধু শ্রীমঙ্গল উপজেলাবাসীর কথা ভেবে শহরের মধ্যে বিনা লাভের বাজার স্থাপন করেছিলেন। তারা মনে করেন, এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য খুবই উপকারী। বিশেষ করে রমজান মাসে যখন দ্রব্যমূল্য আরও বেড়ে যায়, তখন এই বাজার তাদের জন্য অনেক সুবিধা নিয়ে আসবে। উল্লেখ্য, এর আগেও মহসিন মিয়া মধুর উদ্যোগে শ্রীমঙ্গলে বিনা লাভের বাজার স্থাপন করা হয়েছে। সেই বাজারটিও সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *